নুরুল আবছার চৌধুরী,নিজস্ব প্রতিবেদক >>> রাঙ্গুনিয়ার পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাথে বৈঠক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক দেবব্রত দাশ সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় রাঙ্গুনিয়া পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী সহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক জগলুল হুদা, যুগ্ম সম্পাদক এম.এ মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সাংবাদিক জগলুল হুদা, ইসমাঈল হোসেন নয়ন, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাছান তালুকদার ও মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম।বৈঠকে সাংবাদিকরা রাঙ্গুনিয়ার নানা সমস্যা, জনভোগান্তি, অবকাঠামোগত উন্নয়ন ও সেবা কার্যক্রমের বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।এসিল্যান্ড ও পৌর প্রশাসক দেবব্রত দাস সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং বলেন, “রাঙ্গুনিয়ার উন্নয়ন, নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সচেতন ও সেবামুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”বৈঠকটি শেষে রাঙ্গুনিয়ার উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবায় যৌথ উদ্যোগ গ্রহণে প্রশাসন ও প্রেসক্লাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।











মন্তব্য