নিউজ ডেস্ক >>> উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চাঁদার দাবীতে দূর্বৃত্তদের হামলায় পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ আহামদ গুরুতর আহত হয়ে থানায় ৫ জনের বিরোদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত সন্ত্রাসীরা হলেন, হারুয়ালছড়ির মোঃ রুবেল(৩০), মোঃ বেলাল হোসেন(৩৩), মোঃ সোলাইমান(৩০), মোঃ বাদশা(৩০) ও সারাশিয়ার মোঃ সুমন(২৮)। ৯ সেপ্টেম্বর সোমবার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া ফকিরটিলা বালুচরে এ ঘটনা ঘটে।অভিযোগের বাদী মোঃ খায়েজ আহামদ(৫১) পিতা- মৃত মোঃ ফয়েজ আহামদ জানান, দূর্বৃত্তরা ঘটনার দিন দুপুর ২ টায় ২ টি সিএনজি যোগে বাদীর ঘরের সামনে এসে অতর্কিতভাবে ঘরে ঢুকিয়া প্রথমে গালিগালাজ ও পরে বেপরোয়াভাবে কিল, ঘুষি, লাথি মারতে থাকে। পরে দেশীয় অস্ত্র ও লাটি সোটা নিয়ে ভয় দেখিয়ে সিএনজিতে তোলে মারধর করতে করতে রাজারহাট বাজারের খুরুশিয়া সিএনজি স্টেশনে নামিয়ে আবার মারধর শুরু করে। বাদী খায়েজ দূর্বৃত্তদের আকস্মাৎ হামলায় কোন কারন বুঝে উঠতে পারেনি।খায়েজ আহম্মদ জানান, দূর্বৃত্তরা তাকে অপহরন করে মারধর করে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে এবং ঘটনার ব্যাপারে কাউকে কিছু জানালে হত্যার হুমকি দেয়। কৌশলে দূর্বৃত্তদের হাত থেকে পালিয়ে আসার পর সে জিবনের নিরাপত্তা ও দূর্বত্তদের শাস্তি দাবী করে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।অভিযোগের ব্যাপারে জানতে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)’র মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য