প্রতিনিধি মোংলা বাগেরহাট >>> মোংলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮৮৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ৭ অক্টোবর সকালে মোংলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পুলিশ মোংলা উপজেলা দিগরাজ দুবাই বাংলা সিমেন্ট ফ্যক্টরীর প্রধান সড়ক সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।অভিযানের সময় তল্লাশি চালিয়ে প্রায় ২লক্ষ ৬৫হাজার টাকার ৮৮৬পিস ইয়াবাসহ শফিকুল হাওলাদার (২৭) নামের এক যুবককে আটক করা হয়।আটক শফিকুল হাওলাদার উপজেলার দক্ষিন দিগরাজ বালুরমাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামিকে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হবে।ওসি আনিসুর রহমান আরও বলেন, মাদক পাচার রোধকল্পে পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।











মন্তব্য