মোংলা প্রতিনিধি >>>মোংলা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে বাল্যবিবাহ নিরোধে ম্যাচ মেকারদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩ ফেব্রুয়ারি) মোংলা উপজেলা পারিষদ অডিটোরিয়ামে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এবং UNFPA এর অর্থায়নে পরিচালিত “বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধে কার্যক্রম ত্বরান্বিত করা (পর্যায়-১১)” প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান’র সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপেজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: মো: শাহিন, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, পুলিশ কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মানিক, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান সহ কাজী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।বাল্যবিবাহের কুফল এবং ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি কিশোরীর ভবিষ্যৎ নষ্ট করে এবং সামগ্রিকভাবে সমাজের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। নারীর শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিত করতে এই সমস্যার সমাধান করা জরুরি। বক্তারা বাল্যবিবাহের ভয়াবহ প্রভাব, আইনগত দিক এবং সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।কর্মশালায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালা বাল্যবিবাহ প্রতিরোধে একটি টেকসই সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভূমিকা রাখবে।
মন্তব্য