মোঃ আল আমীন বিশেষ প্রতিনিধি,
কুমিল্লা জেলাস্থ মুরাদনগর উপজেলা, বাঙ্গরা থানাধীন কদমতলী মদিনার জামাত শাহী দরবার শরীফের বাৎসরিক ইছালে ছাওয়াব মাহফিল আগামী ২১শে ফেব্রুয়ারী ২০২৪ইং রোজ বুধবার সময় বিকাল ৩ঘটিকা হইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মাহফিলে শুভাগমন করিবেনঃ মদিনার জামাত বাংলাদেশ এর সম্মানিত আমীর, আমীরে শরীয়ত মাহতাবে তরীক্বত পীরে কামেল শাহ্সূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব, কামাল্লা দরবার শরীফ।
তাছাড়া দেশ বরেণ্য পীর মাশায়েখ ও উলামায়ে কেরাম তাশরিফ আনিবেন।আপনারা দলে দলে যোগ দান করিয়া দু-জাহানের অশেষ নেকি হাসিল করুন।আরজগুজারঃ মদিনার জামাতের উজ্জল নক্ষত্র বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা দেশ টিভির ইসলামিক আলোচক কদমতলী মদিনার জামাত শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন পীর, আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ মহসিন কবীর ইউছুফী সাহেব। বাংগরা, মুরাদনগর,কুমিল্লা।
মন্তব্য