মহেশপুর উপজেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান>>>
ঝিনাইদহ মহেশপুর উপজেলা শ্যামকুর ইউনিয়নের ভবনগর গ্রামে হনুমান বিভিন্ন রকম ভাবে মারা পড়ছে কখনো বিদ্যুৎ কখনো ফাঁদ বারবার উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যোগাযোগ করলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না মুখপোড়া হনুমান পিটিয়ে হত্যা করে মাটি এ সময় একটি হনুমানকে পিটিয়ে হত্যা করে । এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একটি হনুমানটির। চাপা দেয়ার দেওয়া গোপনে ব্যবস্থা উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে কোনো আইন গতো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তারা সারাদিন ওই এলাকায় ছিল এবং।যে দৃশ্য দেখে ওখানকার স্থানীয় বাসিন্দারা পর্যন্ত কেঁদে ফেলেন মানুষকে বুঝিয়েছে হনুমানটি মানুষের কোনো ক্ষতি করবে না কেন হনুমানটিকে পিটিয়ে হত্যা করা হলো, কি দোষ ছিল তার এখনো পর্যন্ত জানা যায়নি এরকম ভাবে কে নির্মমভাবে কালো মুখী হনুমান হত্যা করলো । তাদেরকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না খুব দূরত্ব এই ব্যবস্থা নেয়া উচিত।
মন্তব্য