মোহাম্মদ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন এক্সবিবি’ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি চালিয়েছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বান্দরবান জেলা শাখা।সোমবার (২৩ জুন) সকালে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে মাস্ক বিতরণ করা হয় এবং পথচারীদের মাঝে সচেতনতা বাড়াতে সরাসরি প্রচারণা চালানো হয়।কর্মসূচিতে সহযোগিতা করে ইমানুয়েল মেডিকেল সেন্টার, বান্দরবান হিল রানার্স এবং MR একাডেমি। সভাপতিত্ব করেন ধ্রুবতারার চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশেষ সহকারী মো. আরিফ।অনুষ্ঠানে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দীলিপ চৌধুরী বলেন, “নতুন ভ্যারিয়েন্টটি আগের তুলনায় বেশি সংক্রামক। হাসপাতাল প্রস্তুত থাকলেও জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।”কর্মসূচিতে অংশ নেন ধ্রুবতারার স্বেচ্ছাসেবক বর্ধন মার্মা (জুনান), মো. ওমর ফারুক (শাহিন), সাবরিনা সুলতানা জেনী, মো. ঈশান, রুংলে ম্রো, বিমল তঞ্চঙ্গ্যা, ইমতিয়াজ চৌধুরীসহ আরও অনেকে।বর্ধন মার্মা বলেন, “করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় সচেতনতা ছড়িয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও ধ্রুবতারা এ ধরনের সেবামূলক কর্মসূচি চালিয়ে যাবে।”স্বেচ্ছাসেবকরা নিজ উদ্যোগে মাস্ক বিতরণ এবং সরাসরি প্রচারণার মাধ্যমে কর্মসূচিকে সফল করে তোলেন।
মন্তব্য