মোঃ সোহেল রানা বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় একটি রাবার বাগান থেকে এক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন রাবার বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তি আব্দুল শুক্কুর (৩৯)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের ডি-৪ ব্লকের সায়েদ আলমের ছেলে।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য সংগ্রহের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “প্রথমে নিহতের পরিচয় অজ্ঞাত থাকলেও পরে শনাক্ত করা গেছে। তিনি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।











মন্তব্য