নিজস্ব প্রতিবেদক>>> নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামের সাতকানিয়ায় বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন, এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা,বেশি দামে পণ্য বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় ৬টি মামলায় ১৩ হাজার টাকা সরকার কর্তৃক নির্ধারিত পণ্য সমূহ বিপণনে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩টি প্রতিষ্ঠান কে,৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ অক্টোবর) বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান ও বাজালিয়ার বোমাং হাটে কাচাবাজার ও মুদি দোকান এলাকায় বাজার মনিটরিং এ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।অভিযানে সহযোগিতা করেন পাট অধিদপ্তরের পরিদর্শক,স্যানিটারি ইন্সপেক্টর,ছাত্র প্রতিনিধি সহ সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ,আনসার এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সাতকানিয়ায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে কেরানীহাট কাঁচা বাজারে ও মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬ টি মামলায় ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।এছাড়াও সরকার কর্তৃক নির্ধারিত পণ্য সমূহ বিপণনে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩টি প্রতিষ্ঠান কে মোট ৬০,টাকা অর্থদন্ড দেয়া হয়।সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য