উপজেলা প্রতিনিধি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) >>> সুনামগঞ্জের জগন্নাথপুরে ফেসবুক পোষ্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের পক্ষে সংঘর্ষ সালিশী ব্যক্তিসহ ৪০ জন আহত হয়েছে। আহতদের সিলেট ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসি জানান, ওই গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ চলছিল। কয়েকদিন আগে স্থানীয় বিষয়টি সমাধান করেন। ঈদের দিন সোমবার লেবু মিয়ার পক্ষের একজন যুবক প্রতিপক্ষের লোককে নিয়ে ফেসবুকে পোষ্ট করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার জের ধরে উভয় পক্ষের লোকজন সকাল ১১ টার দিকে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষে ৪০ জন আহত হন।বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, ফেসবুকে পোষ্ট দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকার সালিশী ব্যক্তিগণসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতরা সিলেট ও জগন্নাথপুরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।জগন্নাথপুর থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে।
মন্তব্য