আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> ‘প্লাস্টিক দূষন আর নয়,বন্ধ করার এখনই সময়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) (অঃদাঃ)এ,বি,এম,সারোয়ার রাব্বী। বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তার লোকমান আলম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড.মাহমুদা খাতুন,সোনালী ব্যাংক কর্মকর্তা শরীফ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি,উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, উপজেলা শাখার রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন প্রমুখ।এসময় বক্তাগন প্লাস্টিক দূষণের ভয়াবহতা,পরিবেশ সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও রক্ষায় সমন্বিত উদ্যোগসহ বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।











মন্তব্য