রূপসীগ্রাম প্রতিবেদক >>> কক্সবাজারের পেকুয়ার উজানটিয়ায় যৌথ-বাহিনীর অভিযানে গাঁজা, অত্যাধুনিক চুরি,চাইনিজ চাপাতি ও মাদক বিক্রির নগদ টাকাসহ নুরুল আজিম বদি (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। জনশ্রুতি আছে দীর্ঘদিন যাবত গাঁজা বিকিকিনি করে আসছেন। রয়েছে কয়েকটি মাদক মামলাও।
সোমবার (৫মে) সকাল ৭টায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডার পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) ওগ্যায় ছৈ মারমা ও পেকুয়ার দায়ীত্বরত সেনাকর্মকর্তা এনামুল হকের যৌথ নেতৃত্বে আটক নুরুল আজিম বদির বসতবাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী।আটককৃত মাদক কারবারী নুরুল আজিম বদি (৪০) একই এলাকার মৃত করিমদাদের ছেলে।
অভিযান পরিচালনাকারী যৌথবাহিনীর সদস্য ও পেকুয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) ওগ্যায় ছৈ মারমা বলেন, উজানটিয়ার ঠান্ডার পাড়ায় নুরুল আজিম বদির বাড়িতে প্রতিদিন মাদকের হাট বসে এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর পেকুয়ায় দায়ীত্বরত সেনাকর্মকর্তা ক্যাপ্টেন জনাব এনামুল হক মহোদয়ের নেতৃত্বে ওই বাড়িতে তল্লাশী চালানোর সময় ঘরে বিশেষ কায়দায় রক্ষিত ৭ শত ৫০ গ্রাম গাঁজা,দুইটি মদের বোতল,৪টি অত্যাধুনিক চুরি, ২ টি চাইনিজ চাপাতি ও মাদক বিক্রির ১৪ হাজার ২শত টাকা উদ্ধার করি। সে বিগত ১৫/২০ বছর ধরে মাদক কারবারে জড়িত বলে স্থানীয়রা জানান। রয়েছে কয়েকটি মাদক মামলাও।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দূর্জয় বিশ্বাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক বেপারী নুরুল আজিম বদির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য