পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় অপহৃত ব্যবসায়ীকে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ।শুক্রবার (২০ জুন) বিকেল ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী বায়তুল জন্নাত জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম মো.আমজাদ হোছাইন (২৭)। তিনি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম বাইম্যাখালী এলাকার মৃত আবুল হাশেম এর পুত্র ও পেকুয়া বাজারের ব্যবসায়ী বলে জানা গেছে।আহত অবস্থায় তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করা হয়।স্থানীয়রা জানান,বাইম্যাখালীতে জমিজমা নিয়ে আমজাদ হোছাইন ও প্রতিবেশি মোজাহের আহমদ এর পুত্র শাহাব উদ্দিন গংয়ের মধ্যে বিরোধ চলছিল।
চাঁদাবাজি ধারা ও ভূমি প্রতিরোধ আইনে মামলাও আছে। শাহাব উদ্দিন গংয়ের বিরুদ্ধে এ মামলাটি আমজাদ হোছাইন দায়ের করে। অধিকতর তদন্তের জন্য ডিবি পুলিশকে দায়ীত্ব দেয় আদালত।সম্প্রতি জায়গা নিয়ে বিরোধ প্রকট আকার ধারণ করেছে। ঘটনার দিন বিকেলে আমজাদ হোছাইন মহল্লার মসজিদ বায়তুল জন্নাত মসজিদে জুমার নামাজ পড়েন। বাড়ি থেকে টাকা নিয়ে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। আমজাদ হোছাইনের ছোট ভাই সাজ্জাদকে বিদেশ পাঠাতে ওই প্রবাসীর সাথে পূর্ব থেকে সিদ্ধান্ত পাকাপোক্ত হয়। চুক্তি মোতাবেক ওইদিন নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রবাসীকে বিকাশে পাঠাতে আমজাদ পেকুয়া বাজারে যাচ্ছিল।
অভিযোগ উঠেছে এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা শাহাব উদ্দিন, সালাহ উদ্দিন, নাছির উদ্দিন, শাহাজান ও অটোচালক মোঃ জিলহাজসহ দূর্বৃত্তরা একটি টমটম নিয়ে আমজাদ হেছাইনের উপর হামলে পড়ে। এসময় তারা এলোপাতাড়ি মারধর করে আহত করে।একপর্যায়ে টানা হেঁচড়া করে অপহরণের উদ্দেশ্যে তাকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিল।খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পেকুয়া থানার এস আই সুনয়ন বড়ুয়াসহ সঙ্গীয় পুলিশদল এসে থানার সামনের রাস্তা থেকে তাকে উদ্ধার করে।
আহত মো.আমজাদ হোছাইন বলেন,আমি টাকা দিতে যাচ্ছিলাম প্রবাসীকে। আমার ছোট ভাই সাজ্জাদকে বিদেশ পাঠানোর জন্য কথা হয়েছে। শাহাব উদ্দিনসহ ৫/৬ জন মিলে আমাকে মারধর করে আমার কাছে থাকা নগদ ৩লক্ষ ৫০ হাজার টাকা ও ব্যবহৃত ১ প্লাস এন্ড্রয়েড মোবাইল সেট কেড়ে নিয়ে ফেলে। আমাকে টমটমে তুলে অপহরণের উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে তারা নিয়ে যাচ্ছিল। আমি চিৎকার করি। আমার চিৎকার শুনে লোকজন জড়ো হয়।তবে ওই চক্রটি পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়।পুলিশ এসে থানার সামনের রাস্তা থেকে আমাকে উদ্ধার করে।এ ব্যপারে জানতে শাহাব উদ্দিন গংদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের খোঁজ না পাওয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।পেকুয়া থানার এস আই সুনয়ন বড়ুয়া বলেন,দু-পক্ষের মধ্যে জমিজমার বিরোধ আছে। মুলত পূর্বের ঘটনার বহিঃপ্রকাশ এটি।
মন্তব্য