মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্রসৈকত।ট্যুরিস্ট পুলিশ বারবার মাইকিং করে নিরাপদে থাকার নির্দেশ দিলেও,অনেক পর্যটক উত্তাল ঢেউ উপভোগ করে আনন্দে মেতে উঠেছেন।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই সমুদ্রের বড় ঢেউ দেখতে সৈকতে ভিড় করেছেন পর্যটকরা।কেউ কেউ নির্দেশনা মেনে তীরে বসে উপভোগ করছেন,আবার অনেকেই নিরাপদ দূরত্ব বজায় রেখে সমুদ্রে গোসল করছেন।আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিয়েছে এবং এটি দেশের কিছু অংশে বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারণে নদী ও সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করা নিম্নচাপটি আরও অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক আহমেদ জোবায়ের জানান,পরিবারের সঙ্গে উত্তাল ঢেউয়ে গোসল করছেন এবং বড় ঢেউ উপভোগ করছেন,তবে পুলিশ সতর্ক করায় নিরাপদ দূরত্বে রয়েছেন।এদিকে,ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আনসার উদ্দিন জানিয়েছেন,সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তার জন্য মাইকিং করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টে টহল জোরদার করা হয়েছে।চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে,আর মাছ ধরার ট্রলার ও ছোট নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য