মো: শাহ আলম বিশেষ প্রতিনিধি >>> নারায়ণগঞ্জ কাশিপুর ভোলাইলে ইমামুত তরিকত,শাহ সুফি সৈয়দ আবুল ফজর সুলতান আহম্মেদ চন্দ্রপুরী নকশাবন্দি, মুজাদ্দেদী(রহঃ) বেছালাতে পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহসুফি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন নূরী মাঃ জিঃ আঃ হুজুর কেবলা জানের আহবানে নূরে দরবার শরীফের উদ্যোগে তিন দিনব্যাপী ঈদে রুহী শাহী ওরশে বেছালি অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার ১২ ফেব্রুয়ারি সকালে ফাতেহা মধ্য দিয়ে ঈদে রুহী শাহী ওরশে বেছালি শুরু হয়েছে। যা চলবে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা পর্যন্ত।শাহী ওরশ বেছালি উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ১ম দিন বুধবার ১২ ফেব্রুয়ারি সকালে ফাতেহা বাদ মাগরিব ওয়াজ মাহফিল। ওয়াজে আলোচকবৃন্দ ছিলেন আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর, খতিব নূরে দরবার শরীফ জামে মসজিদ। আলহাজ্ব মাওলানা কারী ওবায়দুল্লাহ আশরাফী, খতিব দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদ, হাফেজ মাওলানা আনাস ইমাম ও খতিব শাহী জামে মসজিদ বি-বাড়িয়া কুমিল্লা, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, ইমাম নূরের দরবার শরীফ। ওয়াজ মাহফিল বাদ মাগরিব থেকে শুরু হয় গভীর রাত অবধি চলে।২য় দিন বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ৫ ওয়াক্ত নামাজের তরিকত আমল তামিলির জলসা।৩য় দিন আগামীকাল শুক্রবার বাদ জুম্মা আখেরী মোনাজাত মোবারক সমাপ্তি হবে।সার্বিক তত্ত্ববোধানে পীরজাদা মোহাম্মদ রফিক উদ্দিন নূরী, নূরে দরবার শরীফ।
মন্তব্য