জিয়া (নরসিংদী) শিবপুর প্রতিনিধি >>> নরসিংদী জেলা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পিকআপের বিশেষ চেম্বারে রাখা ৪৫ কেজি গাজা উদ্ধার নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস একটি টিম শিবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়ককের নোয়াদিয়া খলাপাড়া সিএনবি ব্রীজের ১০০ গজ পশ্চিমে একটি পিকআপ তল্লাশী করে রবিবার (৫ অক্টোবর) ১০:৫০ ঘটিকায় গাড়ির ভিতরে অভিনব কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৪৫ কেজি গাজা উদ্ধারসহ ০১ জনকে গ্রেফতার করে এবং গাজা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।গ্রেফতারক আসামী হলেন- আল মামুন ৩৮, মৃত আজিজুর রহমান, সাং বটতলা, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার।এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’মাদক, চুরি, ছিনতাই,ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরো কঠোর হবে বলে জানিয়েছেন নশিনী জেলা পুলিশ।











মন্তব্য