মোস্তাফিজুর রহমান মোস্তাক>>> নরসিংদী জেলার বেলাব থানা এলাকার ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দির বাসস্ট্যান্ডের মনির বডি বিল্ডার্স ওয়ার্কসোপ এর সামনে রাস্তার উপর থেকে।শনিবার বিকাল আনুমানিক ৪টা সময় দুই নারী গাজা ব্যবসায়ীকে ৬ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন বেলাব থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মোসাঃ ফাতেমা(৫০),পিতা-মৃত ইউনুছ মিয়া, স্বামী-আহাদ মিয়া, সাং-কাশিনগর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাক্ষনবাড়ীয়া,২। মোসাঃ রাজিয়া খাতুন(৩০),পিতা-মৃত মরম আলী,স্বামী-আব্দুল করিম,সাং-ইকরতলী,থানা-চুনারুঘাট,জেলা-হবিগঞ্জ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেলাল থানায় মামলা প্রক্রিয়াধীন চলছে।
মন্তব্য