মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> নগরকান্দায় আলিম পর্যায়ে “শ্রেষ্ঠ গুণী শিক্ষক” নির্বাচিত হয়েছেন আইনপুর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান মিয়া।৫ অক্টোবর রবিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ওই শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নিঁর্বাহী অফিসার দবির উদ্দিন।মাওলানা মোঃ আবুল হাসান মিয়া মাদারীপুর তালতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে ১৯৯৬ সালে দাখিল পাস করেন। সরমঙ্গল টেকেরহাট রাশেদিয়া কামিল মাদ্রাসা, মাদারীপুর থেকে ১৯৯৯ সালে আলিম ও ২০০২ সালে ফাজিল পাস করেন। ২০০৫ সালে বাহাদুরপুর শরীয়াতিয়া কামিল মাদ্রাসা মাদারীপুর থেকে কামিল পাস করেন।২০০০ সালে গওহরডাঙ্গা কওমী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেন।পূর্বে সালথা সুলতানিয়ে দাখিল মাদ্রাসায় ২০০৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সহকারী মৌলবি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন।২০১৯ সাল থেকে আইনপুর আলিম মাদ্রাসায় সহ সুপার পদে যোগদান করেন।বর্তমানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে ভাইস প্রিন্সিপাল পদে কর্মরত রয়েছেন।ব্যক্তি জীবনে একজন ধার্মিক দম্পতির সাথে বিবাহবন্ধনে আবধ্য হন।তার দুই পুত্র ও এক মেয়ে পড়াশোনা করেছেন।
মন্তব্য