আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> সাতকানিয়া গাটিয়াডেঙ্গা ইছামতি মুহাম্মদিয়া আর্দশ দাখিল মাদ্রাসা’র চারতলা ও একতলা বিশিষ্ট দুইটি একাডেমিক ভবন এবং ডলু নদীর উপর নির্মিত ইছামতী মুহাম্মদিয়া ব্রীজ শুভ উদ্বোধন উপলক্ষে শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২০ অক্টোবর, জুমাবার বিকাল ৩টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় এমপি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবার হারিয়ে নিজের জীবন বাজি রেখে রাজনীতিতে আসা বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা বাংলার মানুষকে পরিবার হিসেবে নিয়েছে বলেই তাঁর নেতৃত্বে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। এযাবতকালে বাংলাদেশে যত সরকার এসেছে তাদের মধ্যে তিনি সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বিশ্বে প্রভাবশালী নারী প্রধানমন্ত্রী। শুধু অর্থনৈতিক বা অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় গত দশ বৎসরে সাতকানিয়া লোহাগাড়ায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। তিনি আগামীতেও জনগণের ভালবাসা ও সহযোগিতা নিয়ে জনগণের সেবক হয়ে জনতার পাশে কাতারে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইছামতী মুহাম্মদীয়া আর্দশ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহিমের পরিচালনায় শুকরানা মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বাশার গ্রুপের চেয়ারম্যান এন্ড সিইও আলহাজ্ব আবুল বশর আবু, বনফুল গ্রুপের এম ডি ও শিল্পপতি এম এ শুক্কুর, সিজল গ্রুপের চেয়ারম্যান নুরুল আলম, নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী, এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, সমাজ সেবক মোহাম্মদ জসিম উদ্দিন, ছাত্রনেতা রিয়াদ হোসেন, সাতকানিয়া সরকারি কলেজের সাবেক সভাপতি রাফসান আনোয়ার, মোহাম্মদ ফোরকান সহ বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য