মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> দুর্যোগের সময় আগাম সতর্কবার্তা ও প্রস্তুতি কর্যক্রম ত্বরান্বিত করার জন্য পটুয়াখালীতে এন্ট্রিসিপেটরী একশন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ইনোভেটিব ইয়ুথ প্লাটফর্ম গঠন করা হয়।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে পটুয়াখালীর মল্লিকা পার্টি সেন্টারে জিএফএফও-মাল্টি হ্যাজার্ড চাইল্ড সেন্টারড এন্টিসিপেটরি একশন প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা জাগোনারী জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্যা চিলড্রেন এর সার্বিক সহায়তায় এবং রাইমসের কারিগরি সহায়তায় কর্মশালার মধ্যে দিয়ে এই প্লাটফর্ম গঠন করা হয়েছে।জাগোনারীর এ প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুয়েল রানা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহম্মেদ পারভেজ,সেইভ দ্যা চিলড্রেন এর প্রতিনিধী সঞ্চিতা হালদার ও জাগোনারী প্রকল্প কমকর্তা লাইজু আক্তার সংশ্লিষ্টরা।উপ পরিচালক জুয়েল রানা বলেন,পটুয়াখালী জেলার ইউনিভার্সিটি ও অন্যান্য কলেজগুলো নিয়ে গঠিত এই ইনোভেটিব ইয়ুথ প্লাটফর্ম দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং এই প্লাটফর্ম পটুয়াখালী জেলার জন্য দুর্যোগে উল্লেখযোগ্য,কার্যকরি একটি প্লাটফর্ম হিসেবে গড়ে উঠবে।এই কর্যক্রমে পটুয়াখালী জেলা প্রশাসন থেকে যে কোন প্রয়োজনে সর্বাত্বক সহযোগিতা থাকবে।জাগোনারীর এ প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্স বলেন, প্লাটফর্মের কাজ হবে দুর্যোগের সতর্কবার্তা অল্প সময়ে পৌঁছানো,সেক্টর ভিত্তিক পরামর্শ সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে আগাম প্রস্তুতিমূলক সকল কাজ সম্পন্ন করা।স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্রদের নিয়ে আবহাওয়া ক্লাব তৈরী ও তাদের দক্ষতা উন্নয়ন।
মন্তব্য