মোঃ শাহিনুর রহমান আকাশ ভ্রাম্যমান প্রতিনিধি>>>
রাজশাহী জেলা-দূর্গাপুর উপজেলা ০৭ নং জয়নগর ইউনিয়ন চক জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে বাড়ীর পাশে নিজ বাঁশ বাগানে বাঁশের সাথে।ঘটনাস্থলে সশরীরে উপস্থিত হয়ে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ভিকটিম নাম। তছের উদ্দীন(৫৯) পিতা মৃত নছির উদ্দীন মাতা মৃত রুপজানরাজশাহী জেলার দুর্গাপুর থানা ৭ নং ইউনিয়ন চক জয়নগর এলাকার তাছের উদ্দিনের ৩য় স্ত্রীর মোছাঃ শারমিন আক্তার (৩৬) কে প্রায় ষোল মাস আগে বিবাহ করেন । বিবাহিত জীবনে এখন পর্যন্ত সন্তাদি না হওয়া এবং তার স্ত্রী মোছাঃ শারমিন আক্তারকে জমি লিখে দেওয়ার কথা বলে না দেওয়ায় তাদের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে গত ইং ১০/৬/২০১৩ তারিখ সন্ধান অনুমান ৭ .৩০ ঘটিকার সময় ঐ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয় ভিকটিম তাছের উদ্দিন অভিমান করে বলে আমি ঢাকা চলে যাবো বলে রাএী অনুমান ১১.০০ ঘটিকার দিকে বাড়ী থেকে বের হয়ে যায়। পরবর্তীতে কিছু সময় পার হয়ে গেলে তাহার স্ত্রী প্রাকৃতিক ডাকে বাড়ির পাশে বাঁশ বাগানের দিকে যায় এসময় হঠাৎ করে মৃত ব্যক্তির স্ত্রী দেখতে পায় তাহার স্বামী বাঁশ ঝাড়ের ভিতরে মাটিতে পড়ে আছে। তখন তার চিতকার ও চেচামেচিতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে দেখে তাছের উদ্দিন মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে এবং বাঁশের সঙ্গে একটি রশি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এতে করে পরিবার ও স্থানীয় প্রতিবেশীরা প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কলহরের জেরে আত্মহত্যা করেছেনপরে দুর্গাপুর থানায় বিষয়টি অবগত করে তাৎক্ষণিক দুর্গাপুর থানার একটি পুলিশের টিম ঘটনাস্থলে ছুটে যান এবং লাশটির সুরতহাল তদন্ত শুরু করেন এসময় দুর্গাপুর থানার ৭ নং জয়নগর ইউনিয়ন বিট অফিসার উপ পরিদর্শক ( S i ) সনাতন । উপ পরিদর্শক( Si ) মোঃ দাউত, ও ডিএসবি সাব ইন্সপেক্টর মামুনুর রশিদ সহ আরো ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সঙ্গে ফোর্স ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিকে মৃত ব্যক্তি ময়না তদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে
মন্তব্য