সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী ঘেঁষে ঢালারপাড় এলাকায় ভূমিকেকো গংরা বন ও পরিবেশ অধিদপ্তরের জায়গা থেকে একাধিক সেভ মেশিন লাগিয়ে কোটি টাকা সিলেকশন বালু লুঠ করে নিয়ে যাওয়া হচ্ছে বলে অবিযোগ রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,ঢালারপাড় গ্রামের আব্দুল ছত্তারের ছেলে ভূমিখেকো নয়ন মিয়া গংরা পেশীশক্তির জোরে যাদুকাটা নদী তীরবর্তী বন ও পরিবেশ অধিদপ্তরের সরকারী জায়গাতে একাধিক সেভ মেশিন লাগিয়ে কোটি টাকার সিলেকশন বালু লুঠ করে নিয়ে যাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক নদী তীরবর্তী গ্রামের একাধিক মানুষ জানান। তারা বলেন প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এই সমস্ত বালু লুটের কর্মকান্ড চললে ও স্থানীয়রা ভয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন। অবিলম্বে এইসব অবৈধ বালু লুটপাঠ বন্ধ করে দোষীদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।এ ব্যাপারে নয়ন মিয়ার সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক বলেন,আমাদের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যাদুকাটা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। তারপরেও যদি নয়ন মিয়া গংরা বালু লুটের সাথে সম্পৃত্ত থাকেন ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায় নিশচয়ই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











মন্তব্য