সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে “এলাকাবাসীর এর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে মাদক সম্রাট হিসেবে পরিচিত মোঃ আকরাম আলীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।জানা গেছে, তানোর পশ্চিমপাড়ার হিন্দুপাড়া মন্দিরের পশ্চিম পাশে বাঁশঝাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুকুরের মোড়ল মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে এলাকাবাসী ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সম্রাট আকরাম আলীকে হাতেনাতে আটক করেন ফারুক হোসেন (ফকির) সহ রাকিব, সাদ্দাম, সরল, হুমায়ুন, লিটন, জুয়েলসহ স্থানীয় গ্রামবাসী। অভিযানের সময় তার কাছ থেকে হেরোইনের একটি প্যাকেট উদ্ধার করা হয়।ঘটনার পর স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে আকরাম আলী নিজের অপরাধ স্বীকার করে সকলের সামনে কান ধরে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে মাদক ব্যবসা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। “মাদকমুক্ত সমাজ গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাদকবিরোধী লড়াইয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ভবিষ্যতে এ বিষয়ে গোটা তানোর উপজেলায় মানববন্ধনসহ আরও কার্যক্রম হাতে নেওয়া হবে।”এলাকাবাসী আহবান করে জে “যদি কেউ মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে দয়া করে প্রশাসনকে জানান। আমরা আইন ও সমাজের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেব।”এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সকলে মাদকবিরোধী অভিযানে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের অঙ্গীকার করেছেন।











মন্তব্য