৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
অসহায় নারীকে জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি মানবিক সহায়তা পিরোজপুর-২ আসনে নেছারাবাদ থেকে বিএনপি প্রার্থী চেয়ে হাতে ব্যানার নিয়ে নারীদের মিছিল বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন সহযোগিতার অঙ্গীকার ৩ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি অবৈধ কাঠ আটক শোক সংবাদ। তানোরে বিষ পানে গৃহবধূর মৃত্যু লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারেজ এলাকা দেখা মিলে কাঞ্চনজঙ্ঘা সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নে সমাজসেবায় কাজ করতে চান মোঃ শাহাদাত হোসেন চট্টগ্রামে বিএনপির এমপি প্রার্থী সহ গুলিবিদ্ধ ২ একজন আশঙ্কা জনক সাতকানিয়ায় এস এস সি ও আলীম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • চট্টগ্রামে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চান্দগাঁও, পাঁচলাইশ থানা এবং সিএমপির সোয়াত টিম এ অভিযান পরিচালনা করে। উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তাররা হলেন – সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা ও আইয়ুব আলীর সহযোগী মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) এবং মো. আজাদ (২৩)। তবে মূল হোতা শহিদুল ইসলাম বুইশ্যা ও আইয়ুব আলীসহ মোট ২৪ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ড্রোন, ওয়াকিটকি ও টাকা গণনার মেশিনসহ নানা সরঞ্জামও উদ্ধার করা হয়।পুলিশ জানায়, চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারের পেছনের মাছবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলায়, পাঁচলাইশ থানার শুলকবাহর হাজী আইয়ুব আলী সওদাগর রোডের সমিল গলি ইউনুস কোম্পানির ভবনের দ্বিতীয় তলায়, একই এলাকার জান মোহাম্মদ চাকলাদার জামে মসজিদের সামনে পুকুরপাড়ে এবং বাকলিয়া থানার সহায়তায় কালামিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে বিদেশি পিস্তল পাঁচটি, বিদেশি বন্দুক তিনটি, দেশীয় পাইপগান দুটি, শর্ট শুটার গান একটি এবং দেশীয় লম্বা বন্দুক দুটি। এছাড়া উদ্ধার করা হয় ৫৮টি তাজা কার্তুজ, ৯৫টি বুলেট, ১৩টি পিস্তলের ম্যাগাজিন, নগদ চার লাখ ২০ হাজার টাকা, তিন হাজার ৫০০ ইয়াবা, এক হাজার ১০০ পুরিয়া গাঁজা (ওজন সাড়ে পাঁচ কেজি), টাকা গণনার মেশিন, ওয়াকিটকি, ড্রোন, সিসি ক্যামেরা, ডিভিআর, ড্রিল মেশিন, বৈদ্যুতিক কাটার, মনিটর ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, পলাতকদের আসামিদের গ্রেফতারের পাশাপাশি সমাজ শান্তিপূণ রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page