ভয়াবহ মাদকের রাজা রানীর বিদেশে পালালোর উপায় খোজছেন কিন্তু পুলিশের কোন ভূমিকা দেখা যাচ্ছে না।
১ গাজীপুর মহানগর রাষ্ট্রবিরোধী মামলার ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন ভয়াবহ মাদক বিক্রেতা একাধিক রাষ্ট্র বিরোধী মামলার আসামি নিপা -শরীর দম্পতি।
সুত্র: গাজীপুর প্রতিনিধি : নাম- মোঃশরীফ উদ্দিন। পিতার নাম- আজিজুল ইসলাম ওরফে আইজুল। ধর্ম -ইসলাম।
স্থায়ী : গ্রাম- চাপুলিয়া (ছাপড়া মসজিদ সংলগ্ন), উপজেলা / থানা-সদর থানা, জেলা-গাজীপুর মহানগর বাংলাদেশ।
গোপন সূত্রে জানা যাই এই ভয়ংকর মাদক বিক্রেতা রাষ্ট্রবিরোধী মামলার আসামি সরিফ উদ্দিন। কিছুদিনের মধ্যেই দেশ ত্যাগ করার পরিকল্পনা করেছেন। কেননা একাধিক রাষ্ট্রবিরোধী মামলার রায় কার্যকারীর সময়ের সম্মুখীন হতে হচ্ছে কিছুদিনের মধ্যেই তার।
গোপন সূত্র জানাই এ কারণেই বাংলাদেশ ট্যাগ করার পরিকল্পনাটি নিয়েছেন তিনি।
>< মামলার সংক্ষিপ্ত বিবরণ <>
১) গ্রেফতারকৃত সূত্র: জিএমপি জেলা/ইউনিট এর সদর থানা থানার জিডি নং-৭৩২/২০২১, তারিখ- ১১ অক্টোব ভারিখ ১১ অক্টোবর, ২০২১, সময়- সকাল ০৭.৫০ ঘটিকা।
২) গ্রেফতার সংক্রান্ত তথ্য
পরোয়ানামূলে গ্রেফতার (জিআর) গ্রেফতার হয় মামলা এর সদর থানা থানার জিডি নং-৭৩২/২০২১, তারিখ- ১১ অক্টোবর, ২০২১।
৩) জিএমপি এর সদর থানা থানার এফআইআর নং-৩৮/৬৩, তারিখ- ২৬ অক্টোবর, ২০১৮; সময়- ০৯.৩০ ধা এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী-
৪) জিএমপি এর সদর থানা থানার এফআইআর নং-৫৭/২১৩, তারিখ- ৩০ মে, ২০১১; সময়- ২০.১০ ধারা- ৩৬(১) সারণি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী
৫) জিএমসি এর সদর থানা থানার এফআইআর নং-৫০/৪১৬, তারিখ- ২১ জুলাই, ২০১৯; সময়- ১০:০৫ ধারা- ৩৬ (১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী
৬) গাজীপুর এর জয়দেবপুর থানার এফআইআর নং-১৮৬, তারিখ- ২৭ মার্চ, ২০১৮, সময়- ১০:৩৫ ঘটিকা। ধারা-১৯(১)
১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন : এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী-
৭) জিএমপি এর সদর থানা খানার, এফআইআর নং-২১/১৯৬, তারিখ- ১৯ মে, ২০২২; জি আর নং-১৯৬/২২, তারিখ- ১৯ মে. ০০.৩৫ ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশ মামলায় অভিযুক্ত করা হয়েছে
৮) জিএমপি এর সদর খানা খানার এফআইআর নং-১৮/২৬১, তারিখ- ১৩ জুলাই, ২০২১; সময়- ০০.০৫ ধারা- ৩৬(১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী –
৯) জিএমপি এর গাছা থানার এফআইআর নং-২২/১২৩, তারিখ- ২৩ মে, ২০২১; সময়- ০২.১৫ ধারা- ৩৮০/৫০৬ এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী –
১০) জিএমপি এর সদর থানা থানার এফআইআর নং-৭/৪৫, তারিখ- ০৫ ফেব্রুয়ারি, ২০২২; সময়- ২২.০৫ ধারা- ৩৬ (১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট :-৮৯/২০২২, এই।
১১) সদর থানা এফ আই আর নং ১৮ নভেম্বর ২০২২ জি আর নং ৪৩১ তারিখ
১৮ নভেম্বর ২০২২ সময় ২.১৫ ধারা ৩৬(১) সারণিত ১০(ক)৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।
১২) সদর থানা এফ আই আর নং ৩৮ /৬৩ তারিখ 26 অক্টোবর ২০১৮ সময় ৯.৩০ ধারা ১৯(১)এ-র ৯ (ক)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন।
১৩) সদর থানা এফ আই আর নং ৭/৪৫ তারিক ৫ ফেব্রুয়ারী ২০২২সময় ২.০৫ ধারা ৩৬(১) সারণির১০(ক)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।
১৪) সদর থানা এফ আইন আর নং ১০। তারিখ ৭ অক্টোবর ২০২২ জি আর নং৩৬৯ তারিখ ৭ অক্টোবর ২০২২,ধারা৩৬(১) সারণির ৮(খ) ১৯ (ক)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ।
স্রী নিপা আর তারের সংক্ষিপ্ত মামলার বিবরণ =
১) পৌবাইল থানা এফ আই আর নং১৬/১৪৫ তারিখ ৮সেপ্টেম্বর ২০২০ সময় ১২:১০ দ্বারা ৩৬ (১) সারণির ১০ (ক) ৪১ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।
২) সদর থানা এফ আই আর নং ৩০ তারিখ ১৮ নভেম্বর জি আর নং ৪৩১ তারিখ ১৮ নভেম্বর ২০২২ সময় ২:১৫ ধারা ৩৬(১) ১০(ক) ৪১মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।
বিস্তারিত তথ্য সংগ্রহের জন্যে
বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা ও মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমারা যাতে করে রাষ্ট্রবিরোধী একাধিক মামলার আসামীর সকল তথ্য সংগ্রহ করতে পারি, এ বিষয়ে কোন প্রকার বাধা দেইয়া না হয়ে, আমাদের কে সহায়তা করুন। সেই সাথে দেশদ্রোহী কাজে যাতে কোন নাগরিক আর লিপ্ত না হয় তার জন্যে কঠোরভাবে আইনগত ব্যবস্থা প্রদান করুন। রাষ্ট্রবিরোধী মামলার আসামি অন্য কোন দেশে যাতে না যেতে পারেনন আইনগত ব্যবস্থা নিনে একটি তদন্ত কমিটির মাধ্যমে সকল তথ্য যাচাইয় করে এদেরকে আইনের আওতায় নিন।
রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে মাদকমুক্ত সোনার বাংলা একমাত্র সকলের চেষ্টাই গড়া সম্ভব।
মন্তব্য