এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ও নোয়াখালী জেলা ড্রাগ সুপার শাহজালাল ভুইয়া।অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদের অভিযোগে বসুরহাট বাজারস্থ নিউ নিত্যানন্দ মেডিকেল হলকে ২০ হাজার ও টাউন ফার্মেসিকে একই অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, জনস্বাস্থ্য রক্ষায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বা মজুদ রাখা কোনোভাবেই সহনীয় নয়। আমাদের এই অভিযান ও বাজার তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।











মন্তব্য