আনোয়ার হোসেন-কিশোরগঞ্জে (নীলফামারী) প্রতিনিধিঃ
জন্ম ধাত্রী মা চাঁদের চেয়ে সুন্দর।গোলাপের চেয়েও মিষ্টি।সবার সেরা,অনন্তকাল অবিরত।সবচেয়ে দামি হিরা যা সারাক্ষণ ঝলমল করে তার চেয়ে অধিক দামি মায়ের আঁচল।এ মাকে ছাড়া চাওয়া হয়নি হীরা মানিক কতশত। মা প্রেম মমতায় বিধাতার সেরা।যা কভু অন্য কারো তুলনা হয়না।যার পরশে মুছে যায় সকল বেদনা যত। সেই মা সবার সেরা অনন্তকাল অবিরত।তাই সবার জীবনে সবচেয়ে সুন্দর,শ্রেষ্ঠ,কাছের ও সব থেকে গুরুত্বপূর্ণ যে মানুষটির স্থান সে হল মা। মা একটি বর্ণের একটি ছোট্ট শব্দ।শব্দটি ছোট্ট হলেও মা হল প্রত্যেক সন্তানের কাছেই সবচেয়ে নিরাপদ এবং শান্তির আশ্রয় ও পরম মমতায় ঘেরা প্রিয় সেই মুখ।সেই মা এবং তার সন্তানের মধ্যে চিরন্তন ভালবাসার বিশুদ্ধ বন্ধনকে স্মরণ করতে নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব ‘মা’ দিবস উদযাপন করা হয়েছে। রবিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় উপজেলা পরিষদ কক্ষে আলোচনা সভার আয়োজন করেন মা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান,উপজেলা আনছার ভিডিপির কর্মকর্তা নুরুন্নাহার বেগম, থানা সাব ইনেসপেক্টর (এসআই)হাবিবুর রহমান প্রমুখ। এ সময় বক্তাগণ আরো বলেন,সন্তানের জন্য প্রতিদিনই হোক মা দিবস। ভালো থাকুক বিশ্বের মায়েরা।এতে উপস্থিত ছিলেন,বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী মা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক ও উপজেলা। পর্যায়ে (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের রায়হানুল ইসলাম (রায়হান)।
মন্তব্য