আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে দুলাল হোসেন (২৮) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৩০অক্টোবর) দুপুরে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইউএনও প্রীতম সাহা এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত যুবক কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গদা মাঝাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। জানা গেছে, অভিযানকালে গাঁজাসহ যুবককে হাতে-নাতে আটক করা হয়। পরে ইউএনও প্রীতম সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ টাকা অর্থদণ্ড আরোপ করেন। ভ্রাম্যমাণ বিচারিক আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও প্রীতম সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।











মন্তব্য