কলমে সানজিদা রসুল >>>
তোমাকেই বলছি-
শিশির ভেজা সবুজ ঘাসে,
তোমার শুভ্র পায়ে শিশিরগুলো ঝরে পড়ে অনায়াসে।
সোনালী রোদের সোনালী কিরণ-
তোমার মায়াবী মুখে কি যেনো এক আবির মেখে
করছে প্রেম নিবেদন।
আমি তো আছি বসে—
ভাঙা হৃদয়ের আচঁল পেতে-
নাওনা তুমি বুকে জরিয়ে এক মায়াবী আদরে।
তোমার বুকের উষ্ণ চাদরে লুকিয়ে রাখো আমারে-
এক অদ্ভুত শিহরণে যাবো হারিয়ে–
খুঁজে নিও তুমি আমারে –
তোমার রঙিন স্বপ্নের শহরে।
কোলাহল হীন তোমার বাহুডোরে বেধেঁ রেখো আমারে–
আঙুলে আঙুল রেখে পাড়ি দিবো দুজন
এক অসমাপ্ত প্রেমের দেয়াল,
তুমি এই ভাবেই রাখবে তো বলো আমার খেয়াল।
মন্তব্য