জেলা প্রতিনিধি (নড়াইল)>>>
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মাইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খালাতো ভাই মাহমুদুল ও শাহীনের সাথে কথা কাটাকাটিকে কেন্দ্র করে জাচেনা বেগমের (মাহমুদুল মা) বাড়িতে ভাগ্নে শাহিন শেখের স্বঅস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় জাচেনা বেগম বাদী হয়ে লোহাগড়া থানা অভিযোগ দায়ের করেছে।পারিবারিক ও অভিযোগ সুত্রে জানাযায় গতকাল শনিবার ১ লা জুলাই রাত আনুমানিক রাত ৯ ঘটিকার সময় কোটাকোল ইউনিয়নের চরকোটাকোল গ্রামের শাহীন শেখ,কতুব শেখ, কাওছার শেখ, ইয়াছিন শেখ সহ ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মাইগ্রামের জাতেনা বেগম স্বামী তাহাজ্জতের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা জোর পূর্বক জতেনা বেগমের ঘরে ঢুকে নগদ ৪ লাখ টাকা ও ৩০ ভরি সোনা ও একটি ৩৬” টেলিভিশন নিয়ে যায়।তাহাজ্জত শেখের সংগে কথা হলে তিনি বলেন আমার বাড়ি ডাকাতি করেছে আমার ভাইরার ছেলে শাহীন সহ১৫/১৬ জন।তাহাজ্জত শেখর স্ত্রী জাচেনা বেগম বলেন রাত আনুমানিক ৯ টার সময় আমার ভাগিনা শাহীন সহ ১৫/১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার ঘরে জোর করে ঢুকে আমার ঘর থেকে ৪ লাখ টাকা ও ৩০ ভরি সোনা নিয়ে গেছে। পূর্ব থেকে আমার ভাগ্নের সাথে জমাজমি নিয়ে বিরোধ ছিলো।আমার দুই ছেলে প্রবাসে থাকে।ঈদে তারা ছুটিতে বাড়ি এসেছে। গতকাল আমার ছেলে মাহমুদুলের সাথে শাহীন জমি সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভায়ের মাঝে কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরে ভাগ্নে শাহিন এঘটনা ঘটিয়েছে। এঘটনায় লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছি।জাচেনা বেগমের জামাই পলাশ বলেন শাহীনের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি স্বঅস্ত্র দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমার শ্বশুর বাড়িতে হামলা করে ৪ লাখ টাকা ও ৩০ ভরি সোনা লুট করে নিয়ে যায়।এঘটনায় লোহাগড়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ড মেম্বার অমল কৃষ্ণ সাহার সংগে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন কত টাকা এবং কতো ভরি সোনা নিয়েছে তা আমি জানি না।তবে তাহাজ্জতের দুই ছেলে বিদেশ থাকে তাদের টাকা ও সোনার গহনা আছে।কোটাকোল ইউনিয়ন পরিষদ সদস্য হিরক চৌধুরীর সংগে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পূর্বে জমাজমি নিয়ে বিরোধ এবং প্রবাসের কিছু ঘটনা আছে। আমি উভায় পক্ষকে সামাজিক ভাবে বসে মিমাংসার কথা বলেছি।এবিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক ঘটনা স্থলে গিয়েছিল। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।
মন্তব্য