জেলা প্রতিবেদক>>> শেখ হাসিনার বিদায়ের খবরে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় চত্বরে বিরিয়ানি বিতরণ করা হয়েছে।গত সোমবার (৫ আগস্ট) রাতে চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় চত্বরে। সৌদিআরব আবাহা আছির প্রদেশ বি এন পি শরিক দলের সাধারণ সম্পাদক প্রবাসী সাজ্জাদ হোসেনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও বিরিয়ানি বিতরণ করা হয়।সৌদিআরব আবাহা আছির প্রদেশ বি এন পি শরিক দলের সাধারণ সম্পাদক প্রবাসী সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সাতঘাটিয়া পুকুর পাড় এলাকায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করায় এ আনন্দ-উল্লাস করা হয়।এসময় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন,মোহাম্মদ বাবুল,মাওলানা আজিজুর রহমান,মোহাম্মদ ইলিয়াস,মোহাম্মদ ওহি,মোহাম্মদ হামিদ,আবদুর রহমান,সাকিল,মামুন,সিফাত,আমানত খাঁ, মুজিব,রিয়াজ,এসকান্দর,বেলাল,শওকত,মানিক,মিজান, প্রমুখ।











মন্তব্য