২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তর আমাদের প্রাণের দাবি — শাহজাহান চৌধুরী  তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে: বেবিচক চেয়ারম্যান পানিতে ডুবে শিশুর মৃত্যু নিরাপদ সড়ক দিবসে সুনামগঞ্জের ডিসি ডোপ টেস্ট ছাড়া মিলবে না লাইসেন্স- ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের জেল-জরিমানা নাটোরে বিশেষ অভিযানে সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেফতার পাটগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে মাস মিডিয়া ক্যাম্পেইন রাজশাহীর পদ্মায় কুমির, নদীতে গোসল না করতে মাইকিং কিশোরগঞ্জে নাগরিক সেবার মান উন্নয়নে গণ-শুনানী অনুষ্ঠিত
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খুলনা >> দেশজুড়ে >> বাগেরহাট >> রাজনীতি >> সোস্যাল মিডিয়া
  • নৌকা প্রতীকে রায় দিয়েছেন আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো হাবিবুন নাহার
  • নৌকা প্রতীকে রায় দিয়েছেন আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো হাবিবুন নাহার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    ইদ্রিস ইমন মোংলা(বাগেরহাট):

    আর কোন ফুল নয়, আর কোন কথা নয়। আজ আপনারা যা দিচ্ছেন, তার চেয়ে ৭ জানিুয়ারি যা দিয়ে ছিলেন (ভোট) তা ছিল আমার জন্য আসল উপহার। অপনারা সকলে যে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন তার জন্য ৯১’ সাল থেকে কৃতজ্ঞ ছিলাম। আবারও কঠিন মুহুর্তে আপনারা যেভাবে পাশে দাড়িয়েছেন সেজন্য অপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩(মোংলা-রামপাল) আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার পর গতকাল মঙ্গলবার মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন বন,পরিবেশ ও জলবায়ু বিষায়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
    পৌর শহর থেকে উপজেলার পথে প্রান্তে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামীলীগ ও নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা। এ সময় বিভিন্ন স্থানে বেগম হাবিবুন নাহার নেতা-কর্মী ও সমর্থকদের উদ্যেশ্যে আবেগ-আফ্লুত বক্তব্যে আরও বলেন, আজ এসেছি শুভেচ্ছা বিনিময় করতে এবং আমি ও আমার পরিবার আপনাদের কাছে যে কৃতজ্ঞ তা জানাতে। একই সঙ্গে তিনি আরও বলেন, ভোট ব্যালোটে আপনারা আমাকে নৌকা প্রতীকে রায় দিয়েছেন, আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো।
    চতুর্থবারের মতো বাগেরহাট- ৩ (মোংলা- রামপাল) আসন থেকে নির্বাচিত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এজন্য মোংলায় আওয়ামী লীগের কার্যালয়ে নেতা কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন সেই প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু উপমন্ত্রী আসলেন তবে নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছা না নিয়েই আহত নেতা কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে যান বেগম হাবিবুন নাহার। নির্বাচন পরবর্তী নেতা কর্মী জখম হলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তারা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তাদের দেখতে ও খোঁজ নিতে উপমন্ত্রী হাসপাতালে যান। এসময় আহত নেতা কর্মীরা তাকে কাছে পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন।এদিন হাসপাতাল এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের সাথে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পৌর মেয়র শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ, যুবলীগ নেতা ইস্রাফিল হাওলাদার, আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেন, যুবলীগ নেতা ও ইউপি সদস্য খান আহাদুজ্জামান, যুবলীগ কর্মী ইউসুফ খান, মাইনুল হোসেন মিন্টু প্রমুখ্য। #

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page