মোংলা,বাগেরহাট (প্রতিনিধি):
বাগেরহাট-৩ মোংলা রামপাল আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় রিটার্নিং কর্মকর্তা দিপংকর দাশ’র কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।বিপুল পরিমাণ নেতাকর্মীসহ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তিনি ।তবে তিনি সকল প্রকার আচরণবিধি মেনেই মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জলিল শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ এইচ মিলন শিকারী, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী,পেড়িখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বাবুল, ভোজপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরফদার মাহফুজুর রহমান টুকু, মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু উৎপল কুমার মন্ডল,বাঁশতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, রামপাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওলাদার নাসির উদ্দিন, বুড়ির ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু উদয় শংকর বিশ্বাস, সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদার, মোংলা পৌর যুব মহিলা লীগের সভানেত্রী সুমি লীলা সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এ সময় বিজয় চিহ্ন দেখিয়ে ইদ্রিস আলী ইজারাদার বলেন, ‘‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। জনগণের প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। অতীতের চেয়ে আরও বেশি মানুষের সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত হব।
মন্তব্য