মোংলা:(বাগেরহাট) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে মোংলায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ। তফসিল ঘোষণা আগে বুধবার সন্ধ্যায় ও রাতে দফায় দফায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন। সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে পৌর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বের হওয়া আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ সময় বক্তারা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সকল নেতা-কর্মীদেরকে মাঠে থাকার আহবান জানান। তারা আরো বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের সকল অপতৎপরতা ও নৈরাজ্য রাজপথেই মোকাবেলা করবে আওয়ামী লীগ। আওয়ামী নেতৃবৃন্দরা বিএনপি-জামায়াতকে হুঁশিয়ারী দিয়ে বলেন, নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। #
মন্তব্য