এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মোংলা উপজেলায় সোমবার ১৮ (সেপ্টেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল-শোভাযাত্রা, আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন।এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা হলরুমে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করেছে।পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ইউএনও দিপংকর দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন। চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মোঃ তরিকুল ইসলাম। সুন্দর বন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদার। মিঠাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল।চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন প্রমুখ।সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নেরে ছোয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ আগামীতে উন্নত রাস্ট্রে পরিনত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
মন্তব্য