২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তর আমাদের প্রাণের দাবি — শাহজাহান চৌধুরী  তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে: বেবিচক চেয়ারম্যান পানিতে ডুবে শিশুর মৃত্যু নিরাপদ সড়ক দিবসে সুনামগঞ্জের ডিসি ডোপ টেস্ট ছাড়া মিলবে না লাইসেন্স- ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের জেল-জরিমানা নাটোরে বিশেষ অভিযানে সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেফতার পাটগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে মাস মিডিয়া ক্যাম্পেইন রাজশাহীর পদ্মায় কুমির, নদীতে গোসল না করতে মাইকিং কিশোরগঞ্জে নাগরিক সেবার মান উন্নয়নে গণ-শুনানী অনুষ্ঠিত মালদ্বীপে জনস্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ হাইকমিশনার
  • প্রচ্ছদ
  • জাতীয় >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> দেশজুড়ে
  • চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন
  • চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,উক্ত সভায় চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে , চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক আফসারুল ইসলামের সঞ্চালনায়,কর্ণফুলী উপজেলার এজে চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয় ৷প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর চট্টলার অহংকার মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।বিশেষ অতিথি হিসেবে ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান,বিশেষ অতিথি মোতাহারুল ইসলাম চৌধুরী সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ৷

    প্রধান বক্তা সাইফুর রহমান সোহাগ বাংলাদেশ আওয়ামী লীগ ,স্মরণ সভায় দক্ষিণ জেলা  আওয়ামীলীগ যুবলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশাল কর্মী বাহিনী উপস্থিত ছিলেন।৷প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর হত্যাকারীরা বিদেশিদের কাঁধে হাত রেখে ক্ষমতার স্বপ্ন দেখছে, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ভেবেছিল এদেশ আবার পাকিস্তান হবে। তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হত্যার বিচার করে আমরা কলঙ্ক মুক্ত হয়ছি।বিদেশীদের কাঁধে হাত রেখে ক্ষমতার স্বপ্ন দেখছে বঙ্গবন্ধুর খুনিরা, সে স্বপ্ন দেশের মানুষ পূরণ হতে দিবে না। কারন দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে জনগন আওয়ামী লীগ সরকারকে আবারও জয়ী করবে ইনশাআল্লাহ, সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা বিরোধীতা করছে তারাও নির্বাচনে আসবে এবং নির্বাচন করবে। সারা দেশে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল তৈরী করেছে। চতুর্থ বারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।গত শুক্রবার (১৮ আগস্ট ২০২৩ উক্ত সভা অনুষ্ঠিত হয় ৷ ভূমি মন্ত্রী আরো বলেন জননেত্রী শেখ হাসিনা অগণতান্ত্রিক ধারার উত্থান রুখে দিয়েছে। শেখ হাসিনার সাহস ও দৃঢ়তায় সাংবিধানিক ধারা অক্ষুন্ন রয়েছে। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। উন্নয়নের ছোয়ায় বদলে যাচ্ছে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল। শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বাধীনতার চেতনায় জাগরণ ঘটিয়ে দেশ ও জনগণকে ইতিহাসের সঠিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। শান্তির অগ্রদূত, উন্নয়নের রোল মডেল ও বিশ্বনেত্রী হিসেবে বিশ্ব সমাজে প্রশংসিত শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের কারীগর জননেত্রী শেখ হাসিনা তাঁর যোগ্যতা দিয়ে দলকে সুসংগঠিত করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় দলকে অধিষ্ঠিত করে জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনতে সক্ষম হয়েছেন। আমরা বঙ্গবন্ধুর পরিবারের আত্মার মাগফিরাত কামনা করছি ৷বাংলার সাধারণ মানুষের আস্থা ও ভালবাসার প্রতীক শেখ হাসিনা দীর্ঘজীবি হোক।বিশেষ অতিথির বক্তব্যে সাতকানিয়া লোহাগাড়া জনপথের অগ্রদূত ,ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের আশীর্বাদ হয়ে রাজনীতিতে এসেছেন। তার দূরদর্শী চিন্তা, প্রশ্নাতীত দেশপ্রেম ও যোগ্যতায় তিনি সেরা রাষ্ট্র নায়কের অবিধা নিয়ে বাংলাদেশকে সম্মানিত করেছেন। সারা বিশ্ব অবাক বিস্ময়ে বাংলাদেশের উন্নয়নযজ্ঞ অবলোকন করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে গণ্য করেছেন। দেশের এক কঠিন সময়ে তার স্বদেশ প্রত্যাবর্তন, দল পরিচালনা, সর্বোপরী দেশ পরিচালনায় সফল হয়েছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার নাম শেখ হাসিনা, দেশ ও জনগণের প্রতি তার ভালবাসার কোন কার্পন্য নেই। নেই কোন অযুহাত, তার রাজনীতি ভালবাসা ও কর্তব্য পূরণের।আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার সহজে সকল শহীদ মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি ৷

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page