সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং দুস্হ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ সহ অসহায় অসচ্ছল মহিলাদের মধ্যে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।সংগ্রাম- স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ই আগষ্ট (মঙ্গলবার) বেলা ১০ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওমর ফারুক, কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভুঁইয়া,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ , আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ মিফতাহুজ্জামান,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক হারুনুর রশিদ, জনস্বাস্হ্য প্রকৌশল কর্মকর্তা তূষার পাল,বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সহ সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শওকত আলি সহ প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের সদস্যবৃন্দ।এর আগে বঙ্গমাতার জন্মবার্ষিকী ২০২৩ উপলক্ষে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়। এরপর আলোচনা সভা শেষে উপজেলার অসচ্ছল দুস্হ মহিলাদের কর্মসংস্থান নিশ্চিত করতে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মন্তব্য