১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম’র যোগদান নিখোঁজের ৩ দিন পর পানিতে মিলল বৃদ্ধের লাশ। ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর।
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চট্টগ্রাম
  • সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার জিআর পরোয়ানা ভুক্ত আসামী সহ গ্রেফতার ৫
  • সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার জিআর পরোয়ানা ভুক্ত আসামী সহ গ্রেফতার ৫

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    প্রেস বিজ্ঞপ্তি>>>চট্রগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানাধীন ঢেমশা-চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ)/ ছৈয়দ ওমর সঙ্গীয় ফোর্স দায়রা – ৩২২/০১, সাতকানিয়া থানার মামলা নং-৫/০৬/৯৬, জিআর- ৫৬/৯৬, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড এর আসামী মুন্সী মিয়া, পিতা- মৃত দলিলুর রহমান, সাং- মরফলা, বিল্লা পাড়া, থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রাম, গ্রেফতার করেন। সাতকানিয়া থানাধীন ঢেমশা-চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই কাজী মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ বান্দরবান সদর থানার মামলা নং-০৯, তারিখ- ২১/০১/২৩ইং, ধারা- ৩৭৯/৩৮২/৪১১ পেনাল কোড, প্রসেস নং-৩২২২/২৩, তারিখ- ০২১/০৭/২৩ইং এর জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ আকতার হোসেন(২৯), পিতা- আব্দুল মালেক, সাং- দক্ষিন মরফলা (মরিচ্যাপাড়া), থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ নাহিদ আহমেদ সবুজ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার ,এফআইআর নং-২৭(১)২৩, ধারা- ৪৫৭/৩৭৯ পেনাল কোড এর জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ নাসির উদ্দিন(২৭), পিতা- ফজল আহাম্মদ, প্রঃ ফজল করিম, সাং- সোনাকানিয়া, মাঝেরপাড়া, কলা খাইরাগো বাড়ী, ২নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রামকে গ্রেফতার করেন।সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া দায়রা মামলা নং-২৯৬৮/১৯, সিআর- ৩৬৭/১৮ (সাতকানিয়া), ধারা- এনআই এ্যাক্ট এর ১৩৮ সিআর পরোয়ানা ভুক্ত আসামী আবুল কালাম, পিতা- মৃত আহম্মদ হোসেন, সাং- রগজার বাড়ী ছোট ডেমশা, করাইয়া নগর, থানা-সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।সাতকানিয়া থানায় কর্মরত এসআই মাজহারুল ইসলাম সরকার সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং- ১২৯৭/২২ (বাঁশখালী), ধারা- যৌতুক নিরোধ আইনের ৩ এর সিআর পরোয়ানা ভুক্ত আসামী আব্দুল হাকিম, পিতা-ওমর আলী, সাং- কাঞ্চনা, ০১নং ওয়ার্ড, নগর, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page