
প্রেস বিজ্ঞপ্তি>>>চট্রগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানাধীন ঢেমশা-চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ)/ ছৈয়দ ওমর সঙ্গীয় ফোর্স দায়রা – ৩২২/০১, সাতকানিয়া থানার মামলা নং-৫/০৬/৯৬, জিআর- ৫৬/৯৬, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড এর আসামী মুন্সী মিয়া, পিতা- মৃত দলিলুর রহমান, সাং- মরফলা, বিল্লা পাড়া, থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রাম, গ্রেফতার করেন। সাতকানিয়া থানাধীন ঢেমশা-চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই কাজী মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ বান্দরবান সদর থানার মামলা নং-০৯, তারিখ- ২১/০১/২৩ইং, ধারা- ৩৭৯/৩৮২/৪১১ পেনাল কোড, প্রসেস নং-৩২২২/২৩, তারিখ- ০২১/০৭/২৩ইং এর জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ আকতার হোসেন(২৯), পিতা- আব্দুল মালেক, সাং- দক্ষিন মরফলা (মরিচ্যাপাড়া), থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ নাহিদ আহমেদ সবুজ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার ,এফআইআর নং-২৭(১)২৩, ধারা- ৪৫৭/৩৭৯ পেনাল কোড এর জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ নাসির উদ্দিন(২৭), পিতা- ফজল আহাম্মদ, প্রঃ ফজল করিম, সাং- সোনাকানিয়া, মাঝেরপাড়া, কলা খাইরাগো বাড়ী, ২নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রামকে গ্রেফতার করেন।সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া দায়রা মামলা নং-২৯৬৮/১৯, সিআর- ৩৬৭/১৮ (সাতকানিয়া), ধারা- এনআই এ্যাক্ট এর ১৩৮ সিআর পরোয়ানা ভুক্ত আসামী আবুল কালাম, পিতা- মৃত আহম্মদ হোসেন, সাং- রগজার বাড়ী ছোট ডেমশা, করাইয়া নগর, থানা-সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।সাতকানিয়া থানায় কর্মরত এসআই মাজহারুল ইসলাম সরকার সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং- ১২৯৭/২২ (বাঁশখালী), ধারা- যৌতুক নিরোধ আইনের ৩ এর সিআর পরোয়ানা ভুক্ত আসামী আব্দুল হাকিম, পিতা-ওমর আলী, সাং- কাঞ্চনা, ০১নং ওয়ার্ড, নগর, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।