আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরের কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।চান্দগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন।গ্রেপ্তার মো. জসিম উদ্দিন খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও খাগরিয়া ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি খাগরিয়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত নিয়াজুর রহমানের পুত্র।বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। জসিম উদ্দীন চান্দগাঁও থানা এলাকায় ছাত্রজনতার হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
মন্তব্য