আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) >>> চট্টগ্রামে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর বর্বর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে চট্টগ্রামের সাংবাদিক সমাজ। আজ (৯ আগস্ট, ২০২৫) বিকেলে মোমিন রোডের চেরাগী চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, চট্টগ্রাম বিভাগ, মহানগর, জেলা ও উপজেলার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া সাংবাদিকেরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা এবং মহাসচিব মুহাম্মদ ছগিরের নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান তৈয়ব চৌধুরী। যুগ্ম মহাসচিব মুহাম্মদ আনিসুর রহমান ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে খুন করার ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের চরম নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরেই নয়, আজ সারাদেশেই সাংবাদিকেরা অনিরাপদ।বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো স্বাধীনভাবে কথা বলতে পারি না। দেশে একের পর এক সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হচ্ছেন, কিন্তু অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।এই প্রতিবাদ সমাবেশে সাগর-রুনির মতো নিহত সব সাংবাদিকের হত্যাকাণ্ডের বিচার এবং হেনস্তার শিকার সাংবাদিকদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,সহ-সাংগঠনিক সম্পাদক,,মুহাম্মদ রায়হান খান, মুহাম্মদ জোবায়ের, নির্বাহী সদস্য,তকির উদ্দিন আনিস, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, মুহাম্মদ গোলজার হোসেন,সহ-সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আখতার হোসেন, হাসিবুর রহমান শান্ত,অন্যান্যদের মধ্যে উপস্থিত সদস্য,মো. নিশান, মুহাম্মদ মাজহারুল ইসলাম, মুহাম্মদ বেলাল, এস.এম. পিন্টু, সোহাগ আরেফিন, শহীদুল ইসলাম, মিসেস রেখা, মিজানুর রহমান, নাসির উদ্দিন লিটন, সমীর পাল প্রমুখ।
মন্তব্য