২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
র‍্যাবের এজাহারে মূল আসামি, পুলিশের চার্জশিটে বাদ গেলেন ১৫ মামলার আসামী মহেশখালীর এনাম চেয়ারম্যান নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি,পরিশেষে দাবি পূরণে আনন্দ-উল্লাস অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে শ্রমিকের মৃত্যু দুর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাঘায় গৃহবধুর মৃত্যুর পর পালালো স্বামী রাজশাহী তানোরে হিমাগারে মজুদ আলু নিয়ে কৃষক-ব্যবসায়ীদের চরম দুশ্চিন্তা ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খুলনা >> ঢাকা >> দেশজুড়ে >> বাগেরহাট >> সোস্যাল মিডিয়া
  • সাংবাদিকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
  • সাংবাদিকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

    রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় মোংলা পৌর মার্কেট থেকে মোংলা সাংবাদিক নেতৃবৃন্দের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোংলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক নিহত ও হামলার প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে মোংলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।এ সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা নিন্দনীয়। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে সংবাদ মাধ্যমে প্রচার করে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ভূমিকা পালন করে। এই দায়িত্ব পালনে যারা বাধা দেন তারা গণতন্ত্র ও মানবাধিকার পরিপন্থী চিন্তা ধারণ করেন। প্রায়শই রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা। এ সব হামলার কোনো সুষ্ঠু তদন্ত ও বিচার পাওয়া যায় না। যারা এ ধরনের ন্যক্কারজনক হামলায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। এ ধরণের অপসংস্কৃতি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে।বক্তারা আরো বলেন,ঢাকায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা। মোংলা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ কামরুজ্জামান জসিম’র সভাপতিত্বে ও সাংবাদিক আলী আজীম’র এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন। সাংবাদিক নূর আলম শেখ, শফিকুল ইসলাম শান্ত, মনিরুল ইসলাম দুলু, ওয়াসিম আরমান, মাসুদ রেজা, ওমর ফারুক, হাফিজুর রহমান, এম ইদ্রিস ইমন, শরিফুল শিকদার, এইচ এম শান্ত, হাসিব সরদার, শেখ রাসেল, রুবেল খাঁন, মারুফ হাওলাদার, এম বায়জিদ হোসেন, সুমন, এনামুল কবিরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page