এম ইদ্রিস ইমন, মোড়েলগঞ্জ (বাগেরহাট):
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিতে হবে’(মোড়েলগঞ্জ-শরণখোলা বাগেরহাট-৪) আসনের সংসদ সদস্য অ্যাড: আমিরুল আলম মিলন বলেছেন, দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিতে হবে। এজন্য সব নেতাকর্মীকে দলীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।শনিবার (১৪অক্টবর) বিকেলে মোড়েলগঞ্জ এস এম কলেজ মাঠে অনুষ্ঠিত উন্নয়ন সভায় তিনি এসব কথা বলেন।অ্যাড. আমিরুল আলম মিলন আরো বলেন, গত ১৪ বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশে পদ্মা সেতু হয়েছে, আমরা মেট্রোরেল পেয়েছি, অ্যালিভেটেড এক্সপ্রেস হয়েছে। বর্তমান সরকার দেশের মানুষের জন্য ৫১ প্রকার ভাতা চালু করেছে
দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। মোরেলগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা আ.লীগের সভাপতি আজমল হোসেন মুক্ত, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আ.লীগ নেতা মেজবাহ উদ্দিন খোকন। যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইখতিয়ার হোসেন দিলাল। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার সাইদুর রহমান। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলমগীর হোসেন বাচ্চু উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জালাল ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মহিদুজ্জামান মহিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ সহ প্রমুখো।এ সভায় মোড়েলগঞ্জ ও শরণখোলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মীরা অংশ নেন।সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের জন্য আয়োজিত এই উন্নয়ন সভায়, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।এর আগে উন্নয়ন সভাকে সফল ও সার্থক করে তুলতে জিউধরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমানের নেতৃত্বে শতশত মটরবাইক্ নিয়ে মটর শোভাযাত্রা সহকারে জনসভায় যোগদেন। পরবর্তীতে উন্নয়ন সভা রূপ নেয় জনসমুদ্র থেকে মহাসমুদ্রে।
মন্তব্য