২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
র‍্যাবের এজাহারে মূল আসামি, পুলিশের চার্জশিটে বাদ গেলেন ১৫ মামলার আসামী মহেশখালীর এনাম চেয়ারম্যান নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি,পরিশেষে দাবি পূরণে আনন্দ-উল্লাস অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে শ্রমিকের মৃত্যু দুর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাঘায় গৃহবধুর মৃত্যুর পর পালালো স্বামী রাজশাহী তানোরে হিমাগারে মজুদ আলু নিয়ে কৃষক-ব্যবসায়ীদের চরম দুশ্চিন্তা ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খুলনা >> দেশজুড়ে >> বাগেরহাট >> রাজনীতি >> সোস্যাল মিডিয়া
  • শান্ত মোংলা কে অশান্ত করার চেষ্ট করলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে – মোংলায় শান্তি সমাবেশে বক্তারা
  • শান্ত মোংলা কে অশান্ত করার চেষ্ট করলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে – মোংলায় শান্তি সমাবেশে বক্তারা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

    বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে।প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে আওয়ামী লীগ। ভোটের ব্যবস্থা ধ্বংস করেছেন খালেদা জিয়া, জিয়াউর রহমান। আর দেশের গণতন্ত্র, দেশকে সুরক্ষিত ও খাদ্য নিরাপত্তা দিয়েছেন শেখ হাসিনার সরকার। কিন্তু এই সরকারের সাজানো-গোছানো দেশকে ধ্বংস করতে মরিয়া বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসীরা। তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াত কর্তৃক আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, ভাংচুর, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হত্যা ও আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাসহ সকল অপকর্মের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে রোববার (২৯ অক্টোবর) বিকেলে মোংলা উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে মোংলা পৌর মার্কেটের সামনে শান্তি সমাবেশ বক্তারা এ কথা বলেন। সমাবেশে উপজেলা আ”লীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রীস আলী ইজারাদার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন,
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী,উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, উৎপল কুমার মন্ডল, আ’লীগ নেতা কাজী গোলাম হেসেন বাবলু, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, কাউন্সিলর মজনু গাজী, বাহদুর মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজীব খাঁন, সহ অন্যান্যরা। এ সময় বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ উপজেলা ও পৌর’র শতশত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা, বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে দেশে অরাজকতা করে রক্তের হলিখেলায় মেতে উঠেছে। তাদের হাতে কেউ নিরাপদ নয় মন্তব্য করে বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখে দাঁড়াতে সকলের প্রতি আহবান জানান। সমাবেশ শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে শান্তি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page