১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাঙ্গু নদীতে জলবৌদ্ধ ও মা-গঙ্গাদেবীকে ফুল নিবেদন মধ্য দিয়ে  শুরু হলো বৌদ্ধ ধর্ম অবলম্বীদের বিজু উৎসব জামিয়াতুল মোদার্রেছীন নেতার ইন্তেকালে মদিনার জামাত কামাল্লার পীর সাইফুর রহমানের শোক প্রকাশ। ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মোংলায় জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ ও মিছিল সাগর থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার:২১ পাচারকারী গ্রেফতার সখিপুরে একইদিনে ৩ গৃহবধূর আত্মহত্যার অভিযোগ তদন্ত কমিটি গঠন নিয়ে অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন বিএমডিএ চেয়ারম্যান শাহজাদাপুর মানুষের স্বপ্নের রাস্তার কাজ কোন দিকে এগোচ্ছে লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডব, শতাধিক ঘরবাড়ি লণ্ডভন্ড। হঠাৎ ঝড়ে উপড়ে গেছে গাছ ও বিদ্যুতের খুঁটি। বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধের দাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট ও র‍্যালি আয়োজন ব্রাইট বাংলাদেশ ফোরামের বাস্তবায়নে চট্টগ্রামে ক্লাইমেট স্ট্রাইক ২০২৫ উদযাপিত
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> চিত্র বিচিত্র >> জাতীয় >> দেশজুড়ে
  • রাঙ্গুনিয়ায় জমিতে তিন ফসলি চাষাবাদ আউশ ধান কাটা শুরু
  • রাঙ্গুনিয়ায় জমিতে তিন ফসলি চাষাবাদ আউশ ধান কাটা শুরু

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নুরুল আবছার চৌধুরী রাঙ্গুনিয়া >>> রাঙ্গুনিয়া উপজেলায় বোরো ধান তোলার পরেই সপ্ল সময়ের ভিতরে কৃষকের মধ্যে  ফলন দেখা দেয় আউশ ধানের। আউশ চাষবাদে সময় লাগে তিন মাস। জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলায়  কয়েক বছর ধরে আউশ ধানের চাষাবাদ  শুরু হয়। বোরো-আমনের পাশাপাশি আউশধান যুক্ত হয়ে এখন তিন ফসলি চাষাবাদ করছে রাঙ্গুনিয়ার কৃষকরা। মাঠে থাকা কৃষকদের সাথে কথা হয়, কম খরচে ফলন পাওয়ায় আউশ চাষাবাদের দিকে ঝুঁকছে কৃষকরা আর আগ্রহও বাড়ছে। উপজেলার কৃষি অফিস জানান, আউশ ধান চৈত্র-বৈশাখে বুনে আষাঢ়-শ্রাবণে কাটা হয়। বোরো কাটার ২৫ দিন পূর্বে আউশ বীজতলা তৈরি  হয়। বোরো ধান কাটার পর পরেই  আউশ রোপা শুরু করতে হয়। এতে করে এক জমিতে এখন তিনবার ধান উৎপাদন করা হচ্ছে। এতে করে জমিতে ফসলের উৎপাদন এখন অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। পূর্বের থেকে প্রচলন থাকলেও রাঙ্গুনিয়ায় আউশের আবাদ মধ্যে খানে অনেকটা কমে যায়।  ৫ – ৬ বছরের মধ্যে আউশের আবাদ আবার শুরু হয়েছে। গেল বছর রাঙ্গুনিয়ায় প্রায় ৯০ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছিল। এ বছর প্রকৃতি অনুকুলে না থাকায়  উপজেলায় গতবারের তুলনায় এবারে কিছুটা আউশের আবাদ কম হয়েছে। কৃষক রহিম উদ্দীন জানান, এবারে  প্রতি হেক্টরে ৫ টন পর্যন্ত ফলনের আশা করা যায়।  সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষি মাঠজুড়ে আউশের সোনালী ধান দুলছে। কৃষক জব্বার জানান, রাঙ্গুনিয়ার তৃণমুলে এখন আউশ ধান কাটা শুরু হয়েছে। অল্প দিনের ভিতরে কৃষকরা  ধান কাটা শেষ হবে। তিনি আরো জানান, আউশ চাষাবাদে খরচ কম, লাভ বেশি। আবার অল্প সময়ে ফলন আসে। চন্দ্রঘোনার একজন কৃষক জানান, বেশ কয়েক বছর আগে নিজ উদ্যোগে চন্দ্রঘোয় প্রথম আউশ চাষাবাদ করেছিলেন তিনি। তাকে দেখে অনেকেই এখন আউশ চাষাবাদ করেছেন। উনার  কাছ থেকে বীজধান সংগ্রহ করে অনেকে আউশ চাষাবাদ করেছেন।

    বেতাগী ইউনিয়নের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, জমিতে আউশের আবাদ হয়েছে। গত সীজন থেকে বেতাগীর এলাকায় আউশ ধান চাষাবাদ শুরু হয়। ওদিকে গুমাই বিলের পাড়ে আধুর পাড়া, ছুপি পাড়া ও পাঠান পাড়ার চৌধুরী গুট্টার একাধিক কৃষক জানান, আউশ ধানের চাষাবাদে কৃষি অফিস থেকে কোন রখম সহযোগিতা না পাওয়ার কারনে আমদের মাঝে তেমন উৎসাহ সৃষ্টি হচ্ছে না। শুনেছি এ ব্যাপারে সরকারি প্রণোদনা  আসে, ওই বিষয়ে কৃষি অফিস থেকে আমরা কোন রখম সহযোগিতা পাচ্ছি না। উপজেলা কৃষি অফিস জানান, আউশের উৎপাদন বাড়াতে বেশ কয়েক বছর ধরেই প্রণোদনা দেওয়া হচ্ছে।  প্রতিবারে রাঙ্গুনিয়ার ৫০০ জন কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। আউশ চাষাবাদ অনেকটা বৃষ্টির ওপর নির্ভর করে। ***

    ছবি রাঙ্গুনিয়ায় আউশ ধান কাটা

    সংবাদদাতার নাম
    নুরুল আবছার চৌধুরী
    রাঙ্গুনিয়া সংবাদদাতা
    চট্টগ্রাম।
    মোবাই ০১৮১৮৪৩৭৫৯৪
    তারিখ ২৫-০৯-০২৪

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page