২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
র‍্যাবের এজাহারে মূল আসামি, পুলিশের চার্জশিটে বাদ গেলেন ১৫ মামলার আসামী মহেশখালীর এনাম চেয়ারম্যান নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি,পরিশেষে দাবি পূরণে আনন্দ-উল্লাস অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে শ্রমিকের মৃত্যু দুর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাঘায় গৃহবধুর মৃত্যুর পর পালালো স্বামী রাজশাহী তানোরে হিমাগারে মজুদ আলু নিয়ে কৃষক-ব্যবসায়ীদের চরম দুশ্চিন্তা ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা
  • প্রচ্ছদ
  • দেশজুড়ে >> খুলনা >> বাগেরহাট >> সোস্যাল মিডিয়া
  • মোংলার পশুর নদীর পাড় থেকে অজ্ঞাত হিন্দু যুবকের লাশ উদ্ধার
  • মোংলার পশুর নদীর পাড় থেকে অজ্ঞাত হিন্দু যুবকের লাশ উদ্ধার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

    মোংলার পশুর নদীর পাড় থেকে অজ্ঞাত এক হিন্দু যুবকের লাশ উদ্ধার করেছেন নৌপুলিশ। সোমবার সন্ধ্যায় পশুর নদীর পাড়ের কানাইনগরের ভাঙ্গারকুল থেকে লাশটি উদ্ধার করে মোংলা থানায় নেয়া হয়।মোংলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, স্থানীয় বাসিন্দাদের দেয়া খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে পশুর নদীর পূর্ব পাড়ের কানাইনগর এলাকার ভাঙ্গার চর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশ এক হিন্দু যুবক। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ফলে লাশটি স্থানীয় নয় বলেও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে লাশটি অন্য এলাকা থেকে ভেসে মোংলায় চলে এসেছে। নৌপুলিশের এ কর্মকর্তা বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি পশুর নদীর চরে আটকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খরবে দিলে সেটি উদ্ধার করে সন্ধ্যায় মোংলা থানায় আনা হয়েছে। এ লাশের পরনে খাকি রংয়ের ফুল প্যান্ট ও কালো-সাদা চেকের ফুলহাতা শার্ট পরিহিত রয়েছে। লাশের প্যান্টের পকেটে একটি বাটনওয়ালা মোবাইল ফোন পাওয়া গেছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে লাশের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি। লাশের প্যান্টের পকেটে পাওয়া মোবাইলের সিম কার্ড দিয়ে অজ্ঞাতনামা এ যুবকের নাম ও ঠিকানা জানতে অনুসন্ধান চালানো হচ্ছে। তিনি আরো বলেন, মঙ্গলবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। এরপর লাশের ময়না তদন্তের প্রতিবেদনে প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page