এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট)
মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছ। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২৭ (জুলাই) বৃহস্পতিবার সকাল দশটায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেক কেটে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মোংলা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। মোংলা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার এর সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,এ ছাড়া উপস্থিত ছিলেন,পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, যুবলীগের সভাপতি মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত, পৌর ছাত্রলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রানা। সহ আওয়ামীলীগের দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দেয়া ও মোনাজাত কামনা করা হয়।
মন্তব্য