২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
র‍্যাবের এজাহারে মূল আসামি, পুলিশের চার্জশিটে বাদ গেলেন ১৫ মামলার আসামী মহেশখালীর এনাম চেয়ারম্যান নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি,পরিশেষে দাবি পূরণে আনন্দ-উল্লাস অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে শ্রমিকের মৃত্যু দুর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাঘায় গৃহবধুর মৃত্যুর পর পালালো স্বামী রাজশাহী তানোরে হিমাগারে মজুদ আলু নিয়ে কৃষক-ব্যবসায়ীদের চরম দুশ্চিন্তা ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খুলনা >> দেশজুড়ে >> বাগেরহাট >> রাজনীতি >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • মোংলায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রমিক সমাবেশ
  • মোংলায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রমিক সমাবেশ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

    জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার বলেছেন, জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধুর সময় থেকেই শ্রমজীবী মেহনতী মানুষের কল্যাণে পাশে ছিল, আছে এবং সব সময় থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ২০৪১ সালের মধ্যে একটি অসাম্প্রদায়িক, জনকল্যাণমুখী ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে জাতীয় শ্রমিক লীগ বিগত দিনের ন্যায় কাজ করে যাবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ দেশ বিনির্মাণে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ জাতীয় শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি মোংলা উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বর্ষীয়ান এ আওয়ামীল নেতা বলেন, আমি বিশ্বাস করি রামপাল মোংলা এই সংসদীয় আসনে মনোনয়ন আমিই পাবো। কারণ মানুষ পরিবর্তন চায়। আমি আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আর যদি কোনো কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হয়, তাহলেও আমি দলের পক্ষে সবাইকে নিয়ে কাজ করব। আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক দল। এখানে এমপি হওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে জনগণের পক্ষে কথা বলতে পারবে এমন যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে দল এবং দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে। রবিবার (১৫ অক্টোবর) বিকেলে পৌর শহরের শ্রমিক সংঘ মাঠে উপজেলা শ্রমিকলীগের আয়োজনে শ্রমিক সমাবেশে উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ এইচ মিলন শিকারী’র সভাপতিত্বে এবং পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক অনিক চৌধুরী’র সঞ্চালনায়

    অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন, মোংলা উপজেলা ভাইচ চেয়ারম্যান মো: ইকবাল হোসেন, জেলা পরিষদের সদস্য মো: জলিল শিকদার, কৃষকলীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, আ,লীগ নেতা কাজি গোলাম হোসেন বাবলু, উজলকুড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুন্সী বোরহান উদ্দিন জেড, রামপাল সদর ইউপি সদস্য নাসির উদ্দিন, পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো: বাবুল শেখ, পৌর মহিলা যুবলীগের সভানেত্রী সুমী লীলা, ভোজপিতায়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুর হক টুকু, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সোহেল,বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সংযোগী নেত্রীবৃন্দ।দুপুর থেকে শ্রমিক সমাবেশে মিছিল সহকারে জড় হতে থাকে হাজার হাজার নেতাকর্মীরা। সমাবেশ স্থাল রুপ নেয় জনসমুদ্রে। পরে শ্রমীকলীগের ৫৪ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্টান পরিবেশেত হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page