মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
মোংলায় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মধ্যদিয়ে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস। কারিতাস খুলনা অঞ্চলের বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্পের (এসডিডিবি) আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে প্রতিবন্ধী দিবসের র্যালী বের হয়। এরপর উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম মাসুদ রানা, কারিতাস খুলনা অঞ্চল’র কর্মকর্তা রঞ্জন বৈদ্য ও কারিতাস’র এসডিডিবি প্রকল্পের মোংলা কর্মকর্তা মিতা হালদার। অনুষ্ঠান শেষে কারিতাস’র পক্ষ থেকে প্রতিবন্ধীদেরকে আর্থিক সহায়তা প্রদাণ, শিক্ষা উপকরণ ও খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য