এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ’র সিআইডিআরআর কোষ্টাল প্রকল্পের নির্মিত দূর্যোগ সহনশীল বাড়ীতে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মহড়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ এমদাদুল গাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইলতলা ইউনিয়নের সিপিপি টিম লিডার মোঃ মাহবুব মোল্লা। ফ্রেন্ডশিপ মোংলা অফিসের সিআইডিআরআর কোষ্টাল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ মোংলা অফিসের ক্লাইমেট এ্যাকশন সেক্টরের মোঃ আনোয়ার হোসেন, সঞ্জয় অধিকারী, মোঃ আশরাফুল ইসলাম, সোনাইলতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিপিপি ইউনিট টিম লিডার মোঃ বাবর গাজী, স্বেচ্ছাসেবক, ফ্রেন্ডশিপ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।মকড্রিল ও আলোচনা সভার ফলে এলাকার সাধারণ মানুষ দূর্যোগের সময় কি ধরণের ব্যবস্থা গ্রহণ করবেন সেই সম্পর্কে ধারণা পেয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের সময়ে দূর্যোগ সহনশীল বাড়ীতে আশ্রয় গ্রহণ করতে হবে এ বিষয়ে বুঝতে পেরেছেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণের উপকারিতা সম্পর্কেও ধারণা পান। প্রত্যন্ত অঞ্চলে দূর্যোগ সহনশীল বাড়ী নির্মাণের জন্য ও মকড্রিল এবং আলোচনা সভা করার জন্য ফ্রেন্ডশিপকে স্থানীয় সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মন্তব্য